১। ছাত্র/ছাত্রীদের সার্বিক উন্নতিকল্পে অভিভাবকদের সহযোগিতা এবং পূনঃ আলোচনা ঐকান্তিকভাবে কাম্য। এ প্রসঙ্গে সহায়তার জন্য পরীক্ষার পাঠ্যান্নতি বিবরণী শিক্ষার্থীদের দেয়া হয়।
২। বার্ষিক / চুড়ান্ত পরীক্ষায় পাঠোন্নতির বিবরণী মেধা পুরস্কারসহ আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের নিকট জমা দেয়া হয় ।