প্রত্যেক শিক্ষার্থীকে বিদ্যালয় ব্যাজ (প্রতীক), সোল্ডার ব্যাজ, নেম ট্যাগ, হাউজ ব্যাজ, আইডি কার্ড ও নির্ধারিত পোশাকে প্রতিদিন বিদ্যালয়ে আসতে হবে। বোর্ড পরীক্ষাগুলোতে নির্দেশিত পোশাক পরে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।
১। শিশু থেকে দ্বিতীয় শ্রেণি
ছেলে : নেভী ব্লু ফুল প্যান্ট ও সাদা হাফ হাতা শার্ট, সাদা মোজা ও সাদা কেডস। শীতকালে নেভী ব্লু সোয়েটার ।
মেয়ে : নেভী ব্লু কলারসহ ফ্রক, সাদা স্কার্ফ, সাদা মোজা ও সাদা কেডস। শীতকালে নেভী ব্লু সোয়েটার।
২। তৃতীয় থেকে দশম শ্রেণি
ছেলে : নেভী ব্লু ফুল প্যান্ট ও সাদা হাফ হাতা শার্ট, সাদা মোজা ও সাদা কেডস। শীতাকালে নেভী ব্লু সোয়েটর।
মেয়ে : নেভী ব্লু কলারসহ ফ্রক ও সাদা পায়জামা ,সাদা ওড়না ও সাদা স্কার্ফ, সাদা মোজা ও সাদা কেডস । শীতাকালে নেভী ব্লু সোয়েটার।
৩। একাদশ থেকে দ্বাদশ শ্রেণি
কলেজের নির্ধারিত পোশাক পরিধান পূর্বক কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে হবে।
ছাত্র : সাদা শার্ট, গ্রে-প্যান্ট, কালো জুতা, কালো মোজা ও সোল্ডার ব্যাজ।
টাই-গ্রে ও নেভী ব্লু সোয়েটার (শীতকালীন)।
ছাত্রী : গ্রে রং এর কামিজ, সাদা স্যালোয়ার, সাদা স্কার্ফ, কালো জুতা, কালো মোজা, সোল্ডার ব্যাজ ও নেভী ব্লু সোয়েটার (শীতকালীন)।
সোল্ডার ব্যাজ : বিজ্ঞান বিভাগ -খয়েরী
ব্যবসায় শিক্ষা বিভাগ - নীল
মানবিক বিভাগ - সবুজ
৪। স্কাউট ও গার্লস গাইড
কাব ও বয় স্কাউট : নেভী ব্লু ফুল প্যান্ট, আকাশী হাফ/ ফুল হাতা শার্ট, সবুজ বর্ডারের লাল স্কার্ফ, কালো মোজা ও কালো সু।
হলদে পাখি : সাদা ফ্রক, হলুদ টাই, হলুদ কোমর বেল্ট, সাদা মোজা ও সাদা কেডস।
গার্লস গাইউস : শার্ট কলার সাদা কামিজ, বটল গ্রীন টাই, বটল গ্রীন ক্রস বেল্ট ও সাদা কোমর বেল্ট । সাদা মোজা ও সাদা কেডস।
রেঞ্জার : শার্ট কলার সাদা কামিজ, বটল গ্রীন টাই, বটল গ্রীন ক্রস বেল্ট ও সাদা কোমর বেল্ট। লাল স্কার্ফ, কালো মোজা ও কালো সু।
হাউজের নির্ধারিত রং
রবীন্দ্রনাথ ঠাকুর- সবুজ, কাজী নজরুল -লাল, বেগম রোকেয়া -নীল, সুফিয়া কামাল-হলুদ
English Version Uniform
School Uniform
Students must come to the class wearing school uniform, ID card, Shoulder badge, Name Tag, House badge etc.
KG-IV (English Version)
Boys: Bottle green full pant, sky blue shirt with half sleeves, black shoes, white socks, maroon sweater during winter.
Girls: Bottle green skirt with sky blue shirt, black shoes, white socks, and maroon sweater during winter.
Cub Scouts/Holdey Pakhi
Cub Scouts: Navy blue full pant, sky half/full hand shirt, red scurf with green border, black socks, and black shoe.
Holdey Pakhi: White frock, yellow tie, yellow waist belt, white shocks and white keds shoe.
Colour of Houses
Rabindranath-Green, Kazi Nazrul -Red, Begum Rokeya-Blue, Sufia Kamal-Yellow