সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও

স্কুল কোড: ১২৬৫, কলেজ কোড : ১০৬৪, ইআইআইএন: ১০৮৫১৭

প্রতিষ্ঠানে উপস্থিত

মোট দেখেছে : 1495

প্রতিষ্ঠানে উপস্থিত

১। প্রত্যেক শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে হবে, অনুপস্থিতির জন্য সুুনির্দিষ্ট কারণ দর্শানো লিখিত দরখাস্ত অভিভাবকের স্বাক্ষরসহ বিদ্যালয়ে উপস্থিত হবার দিনই শ্রেণি শিক্ষকদের নিকট জমা দিতে হবে। যদি কোন শিক্ষার্থী অনুপস্থিতির জন্য লিখিত দরখাস্ত না আনে, তাকে শ্রেণিতে পাঠদান থেকে বিরত রাখা যেতে পারে(প্রয়োজন অনুসারে)।
২। শতকরা ৮০ ভাগ উপস্থিতি ছাড়া কোন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে অনুমতি দেওয়া হবে না।
৩। প্রতিদিন অনুপস্থিতির জন্য ২০/= টাকা জরিমানা পরিশোধযোগ্য।
৪। বিদ্যালয় চলাকালীন সময়ে কোন শিক্ষার্থীকে বিদ্যালয় ত্যাগ করতে দেয়া হবে না। যদি সঙ্গত কারণে কোন শিক্ষার্থীর বিদ্যালয় ত্যাগ প্রয়োজন হয় এ প্রসঙ্গে অভিভাবককে অবশ্যই আবেদনের মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে হবে।
৫। বিদ্যালয় চলাকালীন সময়ে কোন শিক্ষার্থী কর্তৃপক্ষকে না জানিয়ে শ্রেণি পলায়ন বা অনুপস্থিত থাকে, তাহলে দৈনিক ১০০/- টাকা হারে জরিমানা দিতে হবে।
৬। কোন শিক্ষার্থী কোন অবস্থাতেই কলেজে মোবাইল, স্টিলের স্কেল এবং অন্য অপ্রয়োজনীয় ইলেকট্রনিকস যন্ত্রপাতি সঙ্গে আনতে পারবে না।
৭। শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় কোন জিনিস সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।


কেন সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ এ পড়াশুনা করবেন
ফেইসবুক পেজ


;
//