১। প্রতি মাসের বেতন চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত বিলম্ব ফি ছাড়া গ্রহণ করা হয়।
২। প্রতিমাসের বেতন ২৫ তারিখের পর পরিশোধ করলে ১ম মাসে ৫০/-, ২য় মাসে ১০০/- ও ৩য় মাসে ৫০০/- জরিমানাসহ বকেয়া পরিশোধ করতে হয়।
৩। নিয়মিত বেতন পরিশোধ না করলে শিক্ষার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয় না।
৪। বেতন ও জরিমানা আইটি নিয়ন্ত্রণ করে বিধান জরিমানা মওকুফের সুযোগ নেই। মাসিক বেতন আইটি শাখা হতে রিসিট ও নিজ/এজেন্ট মোবাইল ব্যাংকিং ও রকেট ওয়ালেট’ এর মাধ্যমে গ্রহণ করা হয়।
৫। প্রতি রবি ও সোমবার বিভিন্ন ফি গ্রহণের সুবিধার্থে অত্র প্রতিষ্ঠানে রকেটের এজেন্ট অবস্থান করেন।