১। ২০১৯ সালে ১০০% পাশ সহ সর্বাধিক জি.পি.এ. ৫ অর্জন।
২। কলেজ পর্যায়ে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম ২০২০ সালে চলমান ।
৩। ইংরেজী ভার্সন ২০২০ সালে তৃতীয় শ্রেণি পর্যন্ত চলমান।
৪। শতভাগ মাল্টিমিডিয়া ও আধুনিক শিক্ষাবান্ধব শ্রেণি কার্যক্রম প্রক্রিয়াধীন।
৫। সম্পূর্ণ বিদ্যালয়কে সিসিটিভির মাধ্যমে মনিটরিং করা হয়।
৬। শিক্ষক ও শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরার কাজ চলমান।
৭। বিজ্ঞানাগার, পাঠাগার ও কম্পিউটার ল্যাব এর আধুনিকায়ন।
৮। ঢাকা শহরের প্রথম সারির বিদ্যালয়ে উন্নিতকরণ এর কর্ম পরিকল্পনা গ্রহণ।
৯। শুধুমাত্র কৃতকার্য/পাশকৃত শিক্ষার্থীদের প্রমোশন প্রদান।
১০। স্কুল ও কলেজ ভবন বর্ধিতকণের কাজ চলমান।
১১। পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ ক্যাম্পাসে উন্নিত করণ চলমান।
১২। শিক্ষক- ছাত্র- অভিভাবক পিরামিড টিম ওয়ার্ক চলমান।
১৩। সকল প্রকার আর্থিক লেনদেন Online এ করা হয়।
১। অভিভাবক ও অভিভাবিকাদের বসার জন্য ছাউনি তৈরি চলমান।
২। ল্যাবের আধুনিকায়ন চলমান।