নিম্নেবর্ণিত কারণের উপর ভিত্তি করে শিক্ষার্থীদেরকে বিদ্যালয় ত্যাগের ছাড়পত্র প্রদান করা হয়-
১। অভিভাবক লিখিতভাবে আবেদন করলে।
২। একই শ্রেণিতে দ্বিতীয় বার অকৃতকার্য হলে ।
৩। মেয়াদী এবং গড় ফলাফল সন্তোষজনক না হলে।
৪। বিদ্যালয়ের নিয়ম- কানুন ভঙ্গ করলে।
৫। ডায়রিতে উল্লেখিত কারণে।