অধ্যক্ষের-বানী
সময়ের দাবি মেটাতে সিভিল এভিয়েশন অথরিটির মাননীয় চেয়ারম্যান মহোদয়, পরিচালনা পর্ষদ ও সদস্যগণের আন্তরিক প্রচেষ্টায় এবং অভিভাবকদের আন্তরিকতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায়, শিক্ষদের দক্ষতা – আন্তরিকতায় “সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও, ঢাকা-১২১৫” একটি সুনামধন্য বিদ্যাপীঠ হিসেবে ঢাকার বুকে জায়গা করে নিয়েছে। আমি এ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হওয়ায় গর্ববোধ করি এবং পরম করুনাময়ের নিকট কৃতজ্ঞতা জানাই। আশা রাখি সকল শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহায়তায় আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারবো এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম উত্তরত্তোর বৃদ্ধি করতে চেষ্টা অব্যাহত থাকবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে উৎকৃষ্ট জীবনের স্বপ্ন তোমরা দেখে চলেছ, তারই সিংহতোরণ অন্বেষণের জন্য তোমাদের তৈরি করতে, তোমাদের মধ্যে মূল্যবোধের চেতনা, কর্তব্যনিষ্ঠা ও দায়িত্ববোধ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করে তোলার প্রয়াসে উৎসাহ উদ্দীপনা যোগাতে এ প্রতিষ্ঠান সবসময় তোমাদের সঙ্গী হবে। তোমাদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি।
বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞ শিক্ষকমন্ডলী, কর্মকর্তা, কর্মচারী এবং অভিভাবকবৃন্দকেও আমার অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞার অংশীদার করতে চাই। এ শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যা বিভা ছড়িয়ে পড়ুক দশদিকে। মহান সৃষ্টিকর্তা সকলের সহায় হোন এই প্রত্যাশা রাখি।
গ্রুপ ক্যাপ্টেন তাসিন ফেরদৌস আহমদ খান
এইচডিএমসি, পিএসসি(বিডি/৮৬৯৩), জিডি(পি)
অধ্যক্ষ
সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ
তেজগাঁও, ঢাকা-১২১৫।
E-mail: cascprincipal@gmail.com
মোট দেখেছে : 4843