সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও

Civil Aviation School & College , Tejgaon

স্কুল কোড: ১২৬৫, কলেজ কোড : ১০৬৪, ইআইআইএন: ১০৮৫১৭


এক নজরে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও

 

শিক্ষা-শৃঙ্খলা-উৎকর্ষ এই মূলমন্ত্রে উজ্জীবিত সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও (সিএএসসিটি)- ঢাকা মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ও স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। ২২ জুলাই ১৯৬৩ হতে ১.৭১ একর জমির উপর নির্মিত স্টাফ ওয়েল ফেয়ার হাই স্কুল নামে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হয়। কালের পরিক্রমায় বর্তমানে অত্র প্রতিষ্ঠানটি সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও নাম ধারণ করেছে।

সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি) কর্তৃক পরিচালিত অত্র প্রতিষ্ঠানটি পুরাতন বিমান বন্দর, তেজগাঁও ঢাকাতে অবস্থিত। অত্র প্রতিষ্ঠান জাতীয় চেতনাকে সমুন্নত রেখে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার প্রত্যাশিত বিকাশে বদ্ধপরিকর। শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ আধুনিক জ্ঞান - বিজ্ঞান চর্চার মাধ্যমে জাতীয় ও বৈশ্বিক চাহিদা পূরণে সক্ষম, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য।

 

প্রগতিশীল শিক্ষা বাস্তবায়নে কেন আমরা অনন্য?

 

📚    শ্রেণি ব্যবস্থাপনা

·         বালক ও বালিকাদের জন্য পৃথক শিফট এবং বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রাক-প্রাথমিকের জন্য সার্বক্ষণিক ২ জন শিক্ষক কর্তৃক পাঠদানের সু-ব্যবস্থা রয়েছে। 

·         অত্যাধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম, হোয়াইট বোর্ড মার্কার এর ব্যবহার, আলো-বাতাসময় সু-প্রশস্ত শ্রেণিকক্ষ, 'PA' সিস্টেমের মাধ্যমে পাঠদান ও সি.সি ক্যামেরা নিয়ন্ত্রিত শ্রেণি পরিবেশ। 

·         প্রত্যেক সপ্তাহের রবিবার ও বৃহস্পতিবার শিক্ষার্থীদের জন্য রয়েছে অতিরিক্ত সময়ব্যাপী ক্লাসের ব্যবস্থা। ভাষাগত দক্ষতা ও নীতিবোধ শেখানোর উদ্দেশ্যে রয়েছে 'New Word Learning and Proverb Writing' এর ব্যবস্থা। 

 

📚    সমৃদ্ধ পাঠদান সুবিধা ও ন্যায়নিষ্ঠ মূল্যায়ন :   বিষয়ভিত্তিক দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের যত্নসহকারে পাঠদান করেন। শিক্ষার্থীদের শেখার অগ্রগতি নিশ্চিত করতে নিয়মিত স্পট  টেস্ট, শ্রেণি অভিক্ষা, অ্যাসাইনমেন্ট ও যথাযথ ফিডব্যাকের মাধ্যমে নিরপেক্ষ মুল্যায়ন নিশ্চিত করা হয়। রয়েছে শিক্ষার্থী কর্তৃক শিক্ষকদের পাঠদানের মূল্যায়নের ব্যাবস্থা। এছাড়াও রয়েছে আধুনিক বিজ্ঞানাগার, আইটি ল্যাব, শীতাতপ নিয়ন্ত্রিত পাঠাগার ও দৈনিক পত্রিকাসহ প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা।

 

📚    বিশেষ শিক্ষার্থীদের যত্নে :   বৃত্তি ও বোর্ড পরীক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ক্লাস, গ্রুপ টিউটর এবং সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানের নিজস্ব কোচিং ক্লাসের ব্যবস্থা। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য যথাক্রমে ৫০%, ৩০% ও ২০% মেধা বৃত্তি, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য দরিদ্র তহবিল এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য এক্সট্রা কেয়ার ক্লাসের সুব্যবস্থা রয়েছে।

 

📚    অভিভাবক সংযোগ :   নিয়মিত Parent-Teacher Meeting SMS notification এর মাধ্যমে অভিভাবকরা শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি সম্পর্কে অবগত থাকেন। প্রয়োজন অনুযায়ী অভিভাবকদের সঙ্গে অধ্যক্ষের সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়।

 

📚    নেতৃত্ব/চরিত্র গঠন, সহশিক্ষা ও খেলাধুলা :   স্কাউট, গার্ল গাইডস্, রেঞ্জার ও বিএনসিসি প্রশিক্ষণ শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ববোধ, শৃঙ্খলা ও দেশপ্রেম জাগ্রত করে। ১৫টিরও অধিক সহশিক্ষা ক্লাব, এবং প্রশস্ত সবুজ মাঠে নিয়মিত ক্রীড়া কার্যক্রম- মেধা ও মননের সুষম বিকাশে সহায়ক ভূমিকা রাখে।

 

📚    আধুনিক ও পরিবেশবান্ধব ক্যাম্পাস :   Digital Attendance & Notification System, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি, ফলাফল ও নোটিশ সহজেই জানা যায়। মাল্টিমিডিয়া ক্লাসরুম, সার্বক্ষণিক সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত নিরাপত্তা, বিদ্যুৎ বিভ্রাট মোকাবেলায় নিজস্ব জেনারেটরের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সম্পূর্ণ ধূমপানমুক্ত সবুজে ঘেরা পরিচ্ছন্ন প্রাঙ্গণ- সব মিলিয়ে একটি প্রযুক্তিনির্ভর, নিরাপদ ও পরিবেশবান্ধব শিক্ষাঙ্গনের প্রতিচ্ছবি।

 

📚    স্বাস্থ্যসেবা ও অন্যান্য :    অভিজ্ঞ মেডিকেল এসিস্ট্যান্টের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রয়েছে, প্রয়োজনে শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থাও করা হয়। দূরবর্তী শিক্ষার্থীদের জন্য নির্ভরযোগ্য পরিবহন সেবার (Via 3rd Party) সুব্যবস্থা রয়েছে। এছাড়াও ক্যাম্পাসে একটি মসজিদ, একাধিক ক্যান্টিন, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, বুকস্টল, এবং কোমলমতি শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় প্লেয়িং জোন রয়েছে।

 

📚    ফলাফল :   প্রতি বছর বার্ষিক পরীক্ষায় শ্রেণিভিত্তিক মানসম্মত ফলাফল অর্জন। প্রাথমিক ও নিম্নমাধ্যমিক মেধাবৃত্তি পরিক্ষায় রয়েছে উল্লেখযোগ্য সাফল্য এবং SSC HSC বোর্ড পরীক্ষায় গড়ে যথাক্রমে ৯৬ ও ৯৯ ভাগ কৃতকার্য। 

 

📚    স্বীকৃতি :   প্রগতিশীল শিক্ষা বাস্তবায়নে ‘সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও’ এক আস্থার প্রতীক- যার স্বীকৃতিস্বরূপ ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা’ কর্তৃক এই প্রতিষ্ঠানকে এসএসসি ও এইচএসসি উভয় বোর্ড পরীক্ষার কেন্দ্র হিসেবে মনোনীত করা হয়েছে।

 

বিজ্ঞপ্তি