অধ্যক্ষ মহোদয় এর বাণী

সময়ের দাবি মেটাতে সিভিল এভিয়েশন অথরিটির মাননীয় চেয়ারম্যান মহোদয়, পরিচালনা পর্ষদ ও সদস্যগণের আন্তরিক প্রচেষ্টায় এবং অভিভাবকদের আন্তরিকতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায়, শিক্ষদের দক্ষতা ও আন্তরিকতায় “সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও, ঢাকা-১২১৫” একটি সুনামধন্য বিদ্যাপীঠ হিসেবে ঢাকার বুকে জায়গা করে নিয়েছে। আমি এ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হওয়ায় গর্ববোধ করি এবং পরম করুনাময় এর নিকট কৃতজ্ঞতা জানাই। আসা রাখি সকল শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহায়তায় আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারবো এবং এই শিক্ষা প্রতিষ্ঠান এর সুনাম উত্তরত্তোর বৃদ্ধি করতে চেষ্টা অব্যাহত থাকবে। Read More…


সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ সম্পর্কে

সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা এর প্রতিষ্ঠার পটভুমি সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়. তেজগাঁও পুরাতন বিমান বন্দরের পূর্ব নাম ছিল ষ্টাফ ওয়েলফেয়ার উচ্চ বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা। বিদ্যালয়টির কার্যক্রম ১৯৬৩ সনের ১লা জানুয়ারি হতে শুরু হয়।

সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয় জাতীয় চেতনাকে সামনে রেখে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার প্রত্যশিত বিকাশ ঘটাতে বদ্ধপরিকর। তথ্য-প্রযুক্তিসমৃদ্ধ জ্ঞান অর্জন করে জাতীয় ও বৈশ্বিক চাহিদা পূরনেণ শিক্ষার্থীদের সক্ষম করে গড়ে তোলাই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্দ করে আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চা এবং তার সঠিক প্রায়োগিক ক্ষমতা অর্জনে দক্ষ করে গড়ে তোলা এবং “ক্রন্দিছে নিখিল বন্দী, হে নবীন মুক্তি কর তারে, নিয়ে চলো আলো অভিসারে”

Download Star Pathshala APP

Star Pathshala Login Interface

To Login, please input

  1. Institute Code (123 for Bangla Version or 125 for English Version).
  2. Your ID (Student Full ID, for example 17BMXXXXX)
  3. Password (you will get password through sms along with all the details)

Please contact IT Room for any support.