সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও

Civil Aviation School & College , Tejgaon

স্কুল কোড: ১২৬৫, কলেজ কোড : ১০৬৪, ইআইআইএন: ১০৮৫১৭

শিক্ষার্থীদের আচরণবিধি বিশেষ নির্দেশাবলী

১.  ক্লাস অথবা অন্যান্য অনুষ্ঠান শুরুর কমপক্ষে ১৫ মিনিট পূর্বে শ্রেণিকক্ষে অথবা নির্ধারিত ভেন্যুতে অবস্থান করতে হবে এবং যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে।
২.  প্রত্যেক শিক্ষার্থীকে যথাযথ ইউনিফর্ম, দৃশ্যমান আইডিকার্ড, ব্যাজ, নেমপ্লেট, সাদা জুতা, সাদা মোজা ইত্যাদি পরিহিত অবস্থায় বিদ্যালয়ে প্রবেশ করতে হবে এবং প্রতিষ্ঠানে কোনো প্রয়োজনে প্রবেশ/আগমন করতে হলে অবশ্যই ইউনিফর্ম পরিহিত অবস্থায় আসা বাঞ্চনীয়।
৩.  শতকরা ৭০ ভাগ উপস্থিতি ছাড়া কোনো শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণিতে উত্তরণের পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। উপযুক্ত কারণ, পূর্বানুমতি আবেদনপত্র ব্যতীত অনুপস্থিতিতে যথাযথ জরিমানা প্রদান করতে হবে।
৪.  পরপর তিনদিনের অধিক অনুপস্থিত থাকলে অবশ্যই অভিভাবককে সরাসরি শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ করতে হবে। শিক্ষার্থীকে সুনির্দিষ্ট কারণ দর্শানো লিখিত দরখাস্ত (প্রয়োজনীয় প্রমাণাদিসহ) অভিভাবকের স্বাক্ষরসহ বিদ্যালয়ে উপস্থিত হওয়ার দিনই শ্রেণি শিক্ষকের নিকট জমা দিতে হবে।
৫.  বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলাকালীন কোনো শিক্ষার্থীই যথাযথ কর্তৃপক্ষের/শিক্ষকের  অনুমতি এবং অভিভাবক কর্তৃক পূর্বসমন্বয়/আবেদন ব্যতীত বিদ্যালয় আঙ্গিনা ত্যাগ করতে পারবে না।
৬.  লাইব্রেরি ল্যাবরেটরিতে অবস্থানকালে শৃঙ্খলা নিরবতা পালন করতে হবে এবং কোনো বই জিনিস নষ্ট করা যাবে না।
৭.  প্রতিষ্ঠানের অবকাঠামো, কম্পিউটার সামগ্রী (সিপিইউ, মনিটর/ডিসপ্লে, মাউস, কীবোর্ড, ইউপিএস ইত্যাদি), প্রজেক্টর, জানালার কাঁচ, অগ্নিনির্বাপক যন্ত্র, ল্যাবের সরঞ্জামাদি, ওয়াশ রুম ইত্যাদি যত্নের সাথে ব্যবহার করতে হবে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
৮.   বিদ্যালয় বা শ্রেণি কক্ষের ময়লা-আবর্জনা, টিফিনের বর্জ্য ইত্যাদি যত্রতত্র জায়গায় না ফেলে সংরক্ষিত ঝুড়িতে ফেলতে হবে
৯.   সকল শিক্ষার্থীকে বিদ্যালয়ের নির্ধারিত গেইট দিয়ে সুশৃঙ্খলভাবে প্রবেশ করতে হবে এবং ছুটির ঘন্টা বাজার পর শ্রেণিকক্ষের লাইট, ফ্যান বন্ধ করে সারিবদ্ধভাবে নিঃশব্দে শ্রেণিকক্ষ ত্যাগ করতে হবে।
১০.  কোনো অবস্থাতেই শিক্ষার্থীরা বিদ্যালয়ে মোবাইল ফোন আনতে পারবে না। বিশেষ প্রয়োজনে শ্রেণি শিক্ষকের ফোন ব্যবহার করে যোগাযোগ করতে পারবে
১১.  পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা যাবে না এবং পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী ছাড়া ব্যাগ নিয়ে পরীক্ষার কক্ষে প্রবেশ করা যাবে না।
১২.  ছেলেদের মাথার চুল ছোট রাখতে হবে, মেয়েদের চুল দুই বেনী অথবা বেঁধে রাখতে হবে কানের দুল সহ কোনো ধরনের অলঙ্কার পরিধান করা যাবে না।
১৩.  অপ্রাসঙ্গিক দ্রব্যাদি স্কুলে আনা বা সঙ্গে রাখা এবং অনৈতিক কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ।
১৪.  প্রতিষ্ঠান কর্তৃক প্রণীত যাবতীয় নির্দেশনা এবং প্রতিষ্ঠানে নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে। সর্বোপরি বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হওয়ার মত যে কোনো কর্মকান্ড/অশালীনতা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।

শিক্ষার্থীদের আচরণবিধি
Related Topics