সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও

Civil Aviation School & College , Tejgaon

স্কুল কোড: ১২৬৫, কলেজ কোড : ১০৬৪, ইআইআইএন: ১০৮৫১৭

এস এম লাবলুর রহমান

সভাপতির বাণী

জ্ঞান ও শক্তির সম্মিলনে সৃজিত শিক্ষার মধ্যেই নিহিত একটি জাতির প্রগতি ও মুক্তি। মানবতা, শান্তি ও উন্নয়নে শিক্ষা আপোসহীন ও অবিচ্ছেদ্য। সৎ, নির্ভীক ও নিষ্ঠাবান মানুষ তৈরির জন্য সুশিক্ষার বিকল্প নেই। শিক্ষার দুর্লভ নির্যাসে প্রতিনিয়ত পবিত্র ও পরিপূর্ণ হচ্ছে এই ধরা।

যুগোপযোগী ও আধুনিক শিক্ষার মানদন্ডকে সামনে রেখে ‘পড় তোমার প্রভুর নামে’ -এই  নীতিবাক্যকে মর্মমূলে ধারণ করে ১৯৬৩ খ্রিস্টাব্দে ‘স্টাফ ওয়েল ফেয়ার হাইস্কুল’ প্রতিষ্ঠিত হয়। কালের পরিক্রমায় পরবর্তীতে ১৯৯৬ সালে উক্ত শিক্ষা প্রতিষ্ঠান ‘সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়’ নামে পরিচিতি পায় এবং সর্বশেষ ‘সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ’ হিসেবে প্রতিষ্ঠা লাভ করার মধ্য দিয়ে নতুন যাত্রাপথকে আলিঙ্গন করে।

একবিংশ শতাব্দীর সূচনালগ্নে জ্ঞান-বিজ্ঞানের স্রোতধারায় জাতি হিসেবে বিশ্ব আসনে আসীন হওয়ার প্রধান হাতিয়ার সুশিক্ষিত মানসম্পদ। তাই মানবসম্পদের সৃষ্টিশীল বিকাশে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী কঠিন বাস্তবতার নিরিখে শিক্ষার্থী তথা নতুন প্রজন্মকে প্রযুক্তিগত ও আধুনিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে তাদের সেবার ব্রত নিয়ে প্রতিনিয়ত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ।

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সার্বজনীন শিক্ষানীতির আলোকে, স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নিবিড় পরিচর্যা ও অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ সর্বদা সচেষ্ট ও অঙ্গীকারবদ্ধ। গতানুগতিক পাঠদানের পাশাপাশি জীবনমুখী শিক্ষা, সহশিক্ষাকার্যক্রম ও বিভিন্ন ক্লাব কার্যক্রমে অংশগ্রহনের জন্য শিক্ষার্থীদের উৎসাহ প্রদানেও উক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বদ্ধপরিকর।

মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়নের রূপকল্প সাংস্কৃতিক বিকাশ, প্রগতিশীল চিন্তা, শৃঙ্খলা, নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন শান্তির মূল্যবোধকে ধারণ করে আমাদের এই স্বাপ্নিক যাত্রায় সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গুণিজনসহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতা প্রত্যাশা করছি। এই শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি ও ভবিষ্যৎ পরিকল্পনা রুপায়নে গঠনমূলক সমালোচনাসহ আপনাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা আমাদের কাম্য।


এস এম লাবলুর রহমান

অতিরিক্ত সচিব, সদস্য (অর্থ), বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ

এবং 

সভাপতি, পরিচালনা পর্ষদ,

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও

ঢাকা-১২১৫

অতিরিক্ত সচিব ও সদস্য (অর্থ), সিএএবি

এস এম লাবলুর রহমান

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ

No Name
Related Topics